লেবাননের প্রেসিডেন্ট হলেন সেনাপ্রধান জোসেফ আউন
লেবাননের পার্লামেন্ট সেনাপ্রধান জোসেফ আউনকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। বৃহস্পতিবার তাকে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
এর মাধ্যমে রাষ্ট্রপতির শূণ্য পদ পূরণ হচ্ছে এমন একজন জেনারেলকে দিয়ে যার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের গভীর সম্পর্ক রয়েছে। ইসরায়েলের সাথে লেবাননের ধ্বংসাত্মক যুদ্ধের পর ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ক্ষয়িষ্ণু প্রভাবের প্রকাশ এটি। এছাড়া বিষয়টি লেবানন এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনকে প্রতিফলিত করছে, যেখানে হিজবুল্লাহ গত বছরের যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ডিসেম্বরে তাদের সিরিয়ার মিত্র বাশার আল-আসাদের পতন ঘটে।
লেবাননের সাম্প্রদায়িক ক্ষমতা ভাগাভাগি ব্যবস্থায় একজন ম্যারোনাইট খ্রিস্টানের জন্য সংরক্ষিত প্রেসিডেন্ট পদটি ২০২২ সালের অক্টোবরে মিশেল আউনের মেয়াদ শেষ হওয়ার পর থেকে শূন্য রয়েছে। কারণ তীব্রভাবে বিভক্ত দলগুলো ১২৮ আসনের পার্লামেন্টে পর্যাপ্ত ভোট পেতে সক্ষম প্রার্থীর বিষয়ে একমত হতে পারেনি।
পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি জানিয়েছেন, হিজবুল্লাহ এবং এর শিয়া মিত্র আমাল মুভমেন্টের আইন প্রণেতারা সমর্থন করার পর প্রথম রাউন্ডের ভোটে জোসেফ আউন ৮৬টি ভোটে পিছিয়ে ছিলেন। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ৯৯টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন।
ঢাকা/শাহেদ