ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

ছত্তিশগড়ে ভেঙে পড়েছে কারখানার চিমনি, বহু মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ৯ জানুয়ারি ২০২৫  
ছত্তিশগড়ে ভেঙে পড়েছে কারখানার চিমনি, বহু মৃত্যুর আশঙ্কা

ভারতের ছত্তিশগড়ে নির্মীয়মাণ কারখানায় চিমনি ভেঙে পড়েছে। এ ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন ও এএনআই। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইতিমধ্যেই অন্তত আট জনের মৃত্যুর কথা জানা গেছে। এখনো ধ্বংসস্তূপের নিচে ২৫ জনেরও বেশি মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। 

রাজ্যের রামবোদ অঞ্চলের মুঙ্গেলিতে একটি লোহার পাইপ নির্মীয়মাণ কারখানায় আচমকাই চিমনি ভেঙে পড়ে এই বিপত্তি ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও জরুরি পরিষেবা দল সেখানে পৌঁছায়। ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। আটকে থাকা শ্রমিকরা কোথায় রয়েছেন তা চিহ্নিত করা হচ্ছে। ঠিক কতজন সেখানে আটকে রয়েছেন তা এখনো জানা যায়নি। 

মুঙ্গেলির জেলা প্রশাসক রাহুল দেও সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “ইস্পাত কারখানায় চিমনি ভেঙে পড়েছে। আহত এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে রয়েছে। উদ্ধারকাজ চলছে। মনে হচ্ছে, চিমনির ধ্বংসস্তূপে অনেকে আটকে রয়েছেন।”

মুঙ্গেলির পুলিশ সুপার ভোজরাম পটেল জানিয়েছেন, ইস্পাত কারখানায় লোহার তৈরি গম্বুজাকৃতি চিমনি ভেঙে পড়েছে। তাকে সিলো বলা হয়। কারখানার জিনিসপত্র ওই লোহার কাঠামোর ভিতরে মজুত করে রাখা হত। সেই সিলো ভেঙে পড়ায় কাছাকাছি যে শ্রমিকেরা কাজ করছিলেন, তারা চাপা পড়ে যান।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়