ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

চীনে কিশোরের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ১০ জানুয়ারি ২০২৫   আপডেট: ১১:৫৭, ১০ জানুয়ারি ২০২৫
চীনে কিশোরের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ

উত্তর-পশ্চিম চীনে এক কিশোরের মৃত্যুর ঘটনার জেরে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে, শানসি প্রদেশের পুচেং-এ বিক্ষোভকারীরা পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুঁড়ে মারছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কিশোরটি ২ জানুয়ারি তার স্কুলের ছাত্রাবাসে এক দুর্ঘটনায় মারা যায়। কিন্তু তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ছড়িয়ে পড়তে থাকে যে এটি ধামাচাপা দেওয়া হয়েছে। 

বিবিসি জানিয়েছে, এর পরপরই বিক্ষোভ শুরু হয় এবং বেশ কয়েক দিন স্থায়ী হয়। তবে চলতি সপ্তাহের শুরুতে দৃশ্যত সেগুলো দমন করা সম্ভব হয়। তারপর থেকে পুচেং-এ আর কোনও বিক্ষোভের প্রমাণ বিবিসি দেখেনি।

পুচেং-এর বিক্ষোভের বিষয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম নীরব। বিক্ষোভের যেকোনো ক্লিপ বা উল্লেখ চীনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মূলত সেন্সর করা হয়েছে, যেমনটি সাধারণত কর্তৃপক্ষ সংবেদনশীল বলে বিবেচিত ঘটনাগুলো ক্ষেত্রে করে থাকে।

কিন্তু চীন থেকে বেশ কিছু ভিডিও ফাঁস হয়েছে এবং এগুলো এক্স-এ পোস্ট করা হয়েছে।

বিবিসি নিশ্চিত করেছে যে এই ভিডিওগুলি পুচেং ভোকেশনাল এডুকেশন সেন্টারে ধারণ করা হয়েছিল।

বিবিসি পুচেং সরকারের প্রচার বিভাগের একজন প্রতিনিধির সাথে যোগাযোগ করা হলে তিনি বিক্ষোভের কথা অস্বীকার করেন।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়