গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজাজুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর ছোড়া হাজার হাজার অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে , ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি একটি তদন্ত শুরু করেছে। ফিলিস্তিনিরা অবিস্ফোরিত অস্ত্র ব্যবহার করে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করেছিল কিনা জানতে এ তদন্ত শুরু হয়। কারণ গত সপ্তাহে উত্তর গাজায় তিনজন ইসরায়েলি সেনা বোমা বিস্ফোরণে নিহত হয়েছিল।
তদন্ত প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় কয়েক হাজার গোলাবারুদ নিক্ষেপ করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কেবল বিমান বাহিনীই প্রায় ৩০ হাজার বোমা ফেলেছে।
চ্যানেল ১২ বলেছে, “গাজায় ইসরায়েলি বিমানের ফেলা হাজার হাজার বোমা বিস্ফোরিত হয়নি, যার মধ্যে কিছু এক টন ওজনের বোমাও রয়েছে।”
প্রতিবেদনে বলা হয়েছে, “যুদ্ধের সময় ইসরায়েলকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত কিছু অস্ত্র ও গোলাবারুদে প্রযুক্তিগত সমস্যা পাওয়া গেছে।
জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস ২০২৪ সালের এপ্রিলে জানিয়েছিল, গাজাজুড়ে আনুমানিক ৭ হাজার ৫০০ টন অবিস্ফোরিত গোলা ছড়িয়ে ছিটিয়ে আছে, যা পরিষ্কার করার জন্য ১৪ বছর পর্যন্ত সময় লাগতে পারে।
ঢাকা/শাহেদ