লস অ্যাঞ্জেলেসের দাবানল আরো ছড়িয়ে পড়ার শঙ্কা, মৃত্যু বেড়ে ১৬
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। এদিকে, লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার যেসব এলাকা দাবানলে পুড়ছে, সেখানে আবারও তীব্র বাতাস বয়ে যেতে পারে ও তাতে দাবানল আরো ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা।
রবিবার (১২ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের লাইভ খবরে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অগ্নিনির্বাপণকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছে। তবে জাতীয় আবহাওয়া সংস্থা স্থানীয় সময় শনিবার বিকেলে ‘এক্স’ পোস্টে সতর্ক করে দিয়ে জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার যেসব অংশে দাবানল চলছে, সেখানে অত্যন্ত বিপজ্জনক আবহাওয়া আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সংস্থাটি জানায়, “বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০ মাইল বেগে, ৪০ মাইল প্রতি ঘণ্টারও বেশি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং আপেক্ষিক আর্দ্রতা শুষ্ক হতে পারে। এটি চলমান দাবানলের বিস্তারের পাশাপাশি নতুন দাবানলের বিকাশের দিকে পরিচালিত করতে পারে।”
লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরিক স্কট স্থানীয় টেলিভিশন চ্যানেল কেটিএলএকে বলেছেন, ‘প্যালেসেইডস দাবানলটির পূর্বের অংশে আগুন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সেটি দিক পরিবর্তন করে আরো উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। এই দাবানল সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে।’
বার্তা সংস্থা রয়টার্স জানায়, লস অ্যাঞ্জেলেসের ৬টি এলাকায় এখনো আগুন জ্বলছে। নতুন করে আরো ১ হাজার একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় এক লাখেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে সতর্কতা জারি করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করোনারে কার্যালয় দাবানলের কারণে নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে। তবে তালিকায় নিহতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ দেওয়া হয়নি। নথিতে বলা হয়েছে, দাবানলের কারণে প্যালিসেডস ফায়ার জোনে ৫ জন এবং ইটন ফায়ার জোনে ১১ জন নিহত হয়েছেন।
লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এ ধরনের ভয়াবহ দাবানল আগে আর ঘটেনি। আগ্রাসী আগুনে জ্বলে-পুড়ে ছারখার হাজার হাজার ঘরবাড়ি ও বিষয়-সম্পত্তি। আগুনে সব নিঃশেষ হয়ে যেতে দেখাই শুধু নয়, লেলিহান শিখা থেকে বাঁচতে যানজট, প্রকট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আসাসহ নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের।
এবারের দাবানল পুরো লস অ্যাঞ্জেলেসকে যেন তছনছ করে ফেলেছে। বাংলাদেশ সময় শুক্রবার বিকেল পর্যন্ত ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়েছেন।
ভয়াবহ এই দাবানলের সূত্রপাত কীভাবে হয়েছে সে বিষয়েও নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। লস অ্যাঞ্জেলেসের পানি ও জ্বালানি বিভাগের প্রধানকে লেখা চিঠিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, “এটি কীভাবে হলো তার উত্তর আমাদের জানা প্রয়োজন।” পানি ও পানির চাপে ঘাটতির বিষয়টিকে মারাত্মক সংকট হিসেবে উল্লেখ করে এ বিষয়ে একটি স্বাধীন প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।
ঢাকা/ফিরোজ