সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে বৈঠকে বসবেন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করার জন্য জানুয়ারির শেষে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন। রবিবার রিয়াদে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা কূটনীতিকদের এবং সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের আগে ইইউর পররাষ্ট্রনীতি প্রধান এ তথ্য জানিয়েছেন।
আসাদের ক্ষমতাচ্যুতির পর আঞ্চলিক হেভিওয়েট সৌদি আরব আয়োজিত পশ্চিমা ও আঞ্চলিক নেতাদের প্রথম বৈঠক ছিল এটি।
ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীরা আগামী ২৮ জানুয়ারি ব্রাসেলসে বৈঠক করবেন। ২৭ জাতির ব্লক কীভাবে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করবে তা সিদ্ধান্ত নেওয়ার প্রয়াসে এ বৈঠক হবে।
১৩ বছরের গৃহযুদ্ধের পর ডিসেম্বরে ইসলামপন্থী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। এই দলটি তখন থেকে দামেস্কে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছে।
ক্যালাস জানিয়েছেন, নিষেধাজ্ঞা শিথিল করার যেকোনো ইউরোপীয় সিদ্ধান্ত নতুন সিরিয়ান প্রশাসনের শাসনব্যবস্থার উপর শর্তাধীন হবে, যেখানে ‘বিভিন্ন গোষ্ঠী’ ও নারীদের অন্তর্ভুক্ত থাকতে হবে এবং ‘কোনো মৌলবাদ’ থাকবে না।
তিনি বলেছেন, “যদি আমরা দেখি উন্নয়নগুলো সঠিক দিকে যাচ্ছে, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপগুলো নিতে প্রস্তুত...যদি আমরা দেখি যে এটি সঠিক দিকে যাচ্ছে না, তাহলে আমরা ফিরে যেতে পারি।”
ঢাকা/শাহেদ