ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব

কলকাতা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ১৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৪৬, ১৩ জানুয়ারি ২০২৫

সীমান্তের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দপ্তরে ডাকার পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। 

সোমবার (১৩ জানুয়ারি) বাংলাদেশি উপ-হাইকমিশনার নূরুল ইসলামকে দুপুরের দিকে দিল্লির সাউথ ব্লকের পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে তাকে বের হতে দেখা যায়। এর আগে, রবিবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ। 

ভারত বলছে, গেল বছরের জুন মাসে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী কিছু অঞ্চলে বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করেছে। কিন্তু মালদহের কালিয়াচক, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও কোচবিহারের দহগ্রাম সীমান্তে কাঁটাতার বসানোর সময় বিজিবির বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

বাংলাদেশ সরকারের দাবি, এর ফলে ওই অঞ্চলে ‘শান্তিভঙ্গ’ হচ্ছে, দ্বিপাক্ষিক চুক্তিও ভঙ্গ হচ্ছে। কিন্তু বিএসএফ ও ভারত সরকারের পাল্টা দাবি, সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছিল দুই দেশের চুক্তি মোতাবেক। ভারত ও বাংলাদেশের ৪ হাজার ১৫৬ কিলোমিটার বিস্তীর্ণ সীমান্ত অঞ্চলের প্রায় ৫৩৮ কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই। ফলে প্রতিদিনই বাড়ছে চোরাচালান, অনুপ্রবেশ। 

এর আগে, ঢাকার তলবে রবিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান প্রণয় ভার্মা। সেখানে পররাষ্ট্রসচিব জসিম উদ্দিনের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, ‘‘নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সমঝোতা রয়েছে। আমাদের উভয় দেশের সীমান্ত রক্ষাবাহিনী বিএসএফ ও বিজিবি এই বিষয়ে যোগাযোগ করেছে। আশা করছি, আমাদের দ্বিপাক্ষিক বোঝাপড়ার বাস্তবায়ন হবে এবং সীমান্তে অপরাধ মোকাবিলায় উভয়পক্ষের সহযোগিতামূলক পদ্ধতি থাকবে।’’

ঢাকা/সুচরিতা/এনএইচ 


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট