ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ১৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:৪৭, ১৪ জানুয়ারি ২০২৫
পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক।

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে।

বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকার আত্মসাতের অভিযোগ তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম জড়িয়ে টিউলিপ সিদ্দিকের ব্যাপারে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ হয় ব্রিটিশ সংবাদমাধ্যমে। এ নিয়ে যুক্তরাজ্যের রাজনীতি অঙ্গনে তোলপাড় শুরু হয়। সেই বিতর্ক থামার আগেই নতুন বিতর্কে জড়ান টিউলিপ। তার বিরুদ্ধে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যচার করার অভিযোগ ওঠে।

প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে লেবার এমপি টিউলিপ বলেছেন, তিনি ‘মন্ত্রীদের জন্য নির্ধারিত লঙ্ঘন করেননি’। তবে এটা স্পষ্ট যে, তার পদে বহাল থাকা ‘সরকারের কাজকে ব্যাহত করবে’।

তার জবাবে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, তিনি ‘দুঃখের সাথে’ পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী আরো বলেছেন, “আমি আরো স্পষ্ট করে বলতে চাই, স্বাধীন উপদেষ্টা হিসেবে স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন, তিনি আপনার পক্ষে মন্ত্রীদের বিধির কোনো লঙ্ঘন পাননি এবং কোনো প্রমাণ পাননি।”

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়