স্থানীয়ভাবে তৈরি ৩ যুদ্ধজাহাজ যুক্ত হলো ভারতীয় নৌবাহিনীতে
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে আরো তিন আধুনিক যুদ্ধ জাহাজ। বুধবার মুম্বাইতে স্থানীয়ভাবে তৈরি করা যুদ্ধজাহাজ তিনটি নৌবাহিনীতে কমিশন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই প্রথম দিল্লি সম্পূর্ণরূপে ভারতে নির্মিত তিনটি যুদ্ধজাহাজ একসাথে কমিশন করলো। পাকিস্তান ও চীনের সঙ্গে পাল্লা দিতে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর এই পদক্ষেপ নিয়েছে ভারত।
কমিশন করা জাহাজ তিনটির মধ্যে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস সুরাট, স্টিলথ ফ্রিগেট আইএনএস নীলগিরি এবং সাবমেরিন আইএনএস ভাগশির। ডেস্ট্রয়ার আইএনএস সুরাট পি১৫বি স্টিলথ ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ। এটি ১৬৪ মিটার দৈর্ঘ্য এবং আট হাজার টন ভার বহনে সক্ষম। এই জাহাজে ৭৫ শতাংশ দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে।
স্টিলথ ফ্রিগেট আইএনএস নীলগিরি নতুন শ্রেণির ফ্রিগেট। এর বহরে সাতটি জাহাজ থাকবে এবং এটি বর্তমানে পরিষেবায় থাকা শিবালিক-শ্রেণির আপডেট সংস্করণ।
আইএনএস ভাগশির পি৭৫ স্করপিয়ান প্রজেক্টের শেষ সাবমেরিন। সবথেকে আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সাবমেরিন এটি। ফ্রান্স নাভাল গ্রুপের সাহায্যে এই সাবমেরিন তৈরি করা হয়েছে। এতে আধুনিক মিসাইলসহ সেন্সর যুক্ত করা আছে। শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম এই সাবমেরিন।
ঢাকা/শাহেদ