গাজায় যুদ্ধবিরতি নিয়ে যা বলছেন বিশ্বনেতারা
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বুধবার কাতারের রাজধানী দোহায় উভয়পক্ষ চুক্তি করেছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। যুদ্ধবিরতির খবরটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানরা। এ নিয়ে তারা প্রতিক্রিয়াও জানিয়েছেন। যুদ্ধবিরতি নিয়ে কোনো বিশ্বনেতা কী বললেন, তা দেখে নেয়া যাক।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
হোয়াইট হাউজ থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “আমি যুদ্ধবিরতি ঘোষণা করতে পারি। ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি জিম্মি চুক্তি সম্পন্ন হয়েছে।”
বাইডেন আরো বলেছেন, “এই চুক্তি গাজায় যুদ্ধ বন্ধ করবে। ফিলিস্তিনি জনগণের জন্য, তাদের নিজস্ব রাষ্ট্রের জন্য এটি একটি বিশ্বাসযোগ্য পথ। মধ্যপ্রাচ্যের জন্য, ইসরায়েল এবং সৌদি আরবসহ তার সমস্ত আরব প্রতিবেশীদের স্বাভাবিকীকরণ, একীকরণের ভবিষ্যত।”
মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেছেন, “মধ্যপ্রাচ্যে জিম্মিদের জন্য আমাদের একটি চুক্তি হয়েছে। শিগগির তাদের মুক্তি দেওয়া হবে। ধন্যবাদ!”
ট্রাম্প তার দ্বিতীয় পোস্টে বলেছেন, “এই চুক্তি কার্যকর হওয়ার সাথে সাথে, মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রচেষ্টার মাধ্যমে আমার জাতীয় নিরাপত্তা দল ইসরায়েল ও আমাদের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে, যাতে গাজা আবার কখনো সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত না হয়।”
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
জাতিসংঘের মহাসচিব সংবাদিকদের বলেছেন, “জাতিসংঘ এই চুক্তি বাস্তবায়নে সমর্থন করতে এবং এখনও ভোগান্তিতে থাকা অগণিত ফিলিস্তিনির জন্য টেকসই মানবিক ত্রাণ সরবরাহ বাড়াতে প্রস্তুত।”
তিনি আরো বলেছেন, “এই যুদ্ধবিরতির মধ্যে গাজাজুড়ে সাহায্য সরবরাহের ক্ষেত্রে উল্লেখযোগ্য নিরাপত্তা ও রাজনৈতিক বাধা দূর করা অপরিহার্য, যাতে আমরা জরুরি জীবনরক্ষাকারী মানবিক সহায়তার একটি বড় বৃদ্ধিকে সমর্থন করতে পারি।”
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আঙ্কারায় সাংবাদিকদের বলেছেন, “যুদ্ধবিরতি চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফিদান জানিয়েছেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত অবসানে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে চূড়ান্ত বৈঠক শেষে গতকাল সন্ধ্যায় দোহায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি বলেন, উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এটি রোববার থেকে কার্যকর হবে। তিনি রোববার পর্যন্ত গাজা উপত্যকায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি
মিশরের প্রেসিডেন্টের ‘এক্স’ পোস্ট অনুসারে, তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং গাজায় দ্রুত মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন।
আন্তর্জাতিক রেড ক্রসের প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক
মির্জানা স্পোলজারিক বলেছেন, “আমি আশা করি, এই চুক্তি একটি নতুন সূচনা করবে। বেসামরিক মানুষের জীবন রক্ষা করতে হবে এবং তাদের চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে। আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি, উভয় পক্ষ তাদের প্রতিশ্রুতি পালন করবে। চুক্তিটি স্বাগত হলেও, এটি শেষ নয়।”
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেছেন, “গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। জিম্মিদের তাদের প্রিয়জনদের সঙ্গে পুনরায় মিলিত করা হবে এবং গাজার বেসামরিক নাগরিকদের কাছে মানবিক সাহায্য পৌঁছাতে পারবে। এটি সমগ্র অঞ্চলে আশার আলো জাগিয়ে তোলে, যেখানে মানুষ দীর্ঘদিন ধরে অপরিসীম দুর্ভোগ সহ্য করে আসছে। উভয় পক্ষকেই এই চুক্তিটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে, যা এই অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা এবং সংঘাতের কূটনৈতিক সমাধানের দিকে একটি পদক্ষেপ।”
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি বন্দী এবং ইসরায়েলি জিম্মিদের দুর্ভোগের অবসান ঘটাতে ইসরায়েল এবং হামাস উভয়েরই প্রতিশ্রুতি মেনে চলার গুরুত্বের উপর জোর দিয়েছেন।
তিনি আরো বলেছেন, “মানবিক সাহায্যের নিরবচ্ছিন্ন বিতরণ জরুরি।”
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি
কাতারের আমির এক বিবৃতিতে বলেছেন, “আমরা আশা করি গাজায় যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা উপত্যকা এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে আগ্রাসন, ধ্বংস এবং হত্যাকাণ্ডের অবসানে অবদান রাখবে এবং একটি নতুন পর্যায় শুরু করবে, যেখানে এই ন্যায্য কারণটিকে প্রান্তিক করা হবে না।”
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় চুক্তিটিকে স্বাগত জানিয়েছে এবং মধ্যস্থতাকারী দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে “গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার চুক্তির প্রতি অঙ্গীকার এবং সমস্ত ফিলিস্তিনি ও আরব ভূমি থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।”
মোহাম্মদ আবদুল সালাম, ইয়েমেনের হুতিদের মুখপাত্র
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম বলেছেন, “নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের মুখে গাজার কিংবদন্তিতুল্য এবং ঐতিহাসিক স্থিতিস্থাপকতাকে আমরা অভিবাদন জানাই.... ফিলিস্তিনের ওপর অব্যাহত দখলদারিত্বের মাধ্যমে (ইসরায়েল) এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।”
দক্ষিণ আফ্রিকা সরকার
দক্ষিণ আফ্রিকা বলেছে, হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের ওপর আক্রমণ শুরু করার পর গাজায় ইসরায়েলের গণহত্যার ১৫ মাস পর ইসরায়েল এবং হামাসের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিকে দেশটি স্বাগত জানায়। দক্ষিণ আফ্রিকা একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে, যা ফিলিস্তিনি এবং ইসরায়েলি উভয়ের মানবাধিকার সুরক্ষিত এবং প্রচারিত হয়।
অ্যান্থনি আলবানেস, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, “এই চুক্তিটি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গঠনমূলক পদক্ষেপ। আজ ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হওয়া উচিত। আমরা আশা করি, এটি ফিলিস্তিনি জনগণকে পুনর্গঠন, তাদের শাসনব্যবস্থা সংস্কার করার সুযোগ দেবে যা সবচেয়ে প্রয়োজনীয় এবং আত্মনিয়ন্ত্রণ অর্জনের জন্য প্রচেষ্টা করবে। ৭ অক্টোবর হামাসের নৃশংসতা এবং এই সন্ত্রাসী সংগঠনকে পরিচালিত মতাদর্শের নিন্দায় অস্ট্রেলিয়া দ্ব্যর্থহীন। গাজার ভবিষ্যতের শাসনব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকা উচিত নয়।”
সিন্ডি ম্যাককেইন, নির্বাহী পরিচালক, বিশ্ব খাদ্য কর্মসূচি
বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক বলেছেন, “...যুদ্ধবিরতি শুরু...শেষ নয়। গাজার সীমান্তে আমাদের খাদ্য সরবরাহ করা হয়েছে এবং এটিকে ব্যাপকভাবে সরবরাহ করতে সক্ষম হওয়া প্রয়োজন। এর জন্য: আমাদের সমস্ত সীমান্ত ক্রসিং খোলা থাকা উচিত এবং ক্রসিং পয়েন্ট থেকে নিরাপদে খাদ্য পরিবহন করতে সক্ষম হওয়া উচিত। গাজাজুড়ে অভাবী মানুষদের কাছে।”
আলেকজান্ডার ডি ক্রু, বেলজিয়ামের প্রধানমন্ত্রী
বেলজিয়ামের প্রধানমন্ত্রী বলেছেন, “অনেক মাস ধরে সংঘাতের পর, আমরা জিম্মিদের, তাদের পরিবার এবং গাজার জনগণের জন্য অসাধারণ স্বস্তি অনুভব করছি। আশা করি, এই যুদ্ধবিরতি যুদ্ধের অবসান ঘটাবে এবং একটি টেকসই শান্তির সূচনা করবে। বেলজিয়াম সাহায্য করতে প্রস্তুত।”
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “এই মুহূর্তে আমরা আশা করছি, জিম্মিদের অবশেষে মুক্তি দেওয়া হবে এবং গাজায় মৃত্যু বন্ধ হয়ে যাবে। যারা দায়িত্ব পালন করেন তাদের প্রত্যেকেরই এখন নিশ্চিত করা উচিত যে, এই সুযোগটি কাজে লাগানো হচ্ছে।”
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, “এই চুক্তি গাজার ফিলিস্তিনিদের জন্য ‘অসাধারণ স্বস্তি’ এবং ইসরায়েলি বন্দী ও তাদের পরিবারের জন্য ‘আশা’ প্রদান করবে। চুক্তিকে সম্মান করতে হবে। জিম্মিদের মুক্তি দেওয়া হচ্ছে। গাজার বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে। এর একটি রাজনৈতিক সমাধান অবশ্যই আসতে হবে।”
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, “যেসব নিরীহ ফিলিস্তিনিদের ঘরবাড়ি রাতারাতি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং যারা প্রাণ হারিয়েছে, তাদের জন্য এই যুদ্ধবিরতি মানবিক সাহায্যের একটি বিশাল বৃদ্ধির সুযোগ করে দেবে, যা গাজার দুর্দশা শেষ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”
“এবং তারপরে আমাদের মনোযোগ ইসরায়েলি এবং ফিলিস্তিনি জনগণের জন্য একটি স্থায়ীভাবে উন্নত ভবিষ্যত কীভাবে নিশ্চিত করা যায় তার দিকে যেতে হবে- একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের উপর ভিত্তি করে যা ইসরায়েলের জন্য নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করবে, পাশাপাশি একটি সার্বভৌম এবং কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র।”
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের
নরওয়ের প্রধানমন্ত্রী বলেছেন, “ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং গাজাসহ পূর্ণ নিয়ন্ত্রণ এবং দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে। ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়কেই বিশ্বাসযোগ্য নিরাপত্তা গ্যারান্টি পেতে হবে এবং সমাধানটি আঞ্চলিকভাবে স্থির রাখতে হবে।”
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ
স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, “আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনের জন্য এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান এবং আন্তর্জাতিক আইনকে সম্মান করে এমন একটি ন্যায়সঙ্গত শান্তির পথে একটি অপরিহার্য পদক্ষেপের প্রতিনিধিত্ব করে।”
তথ্যসূত্র: রয়টার্স
ঢাকা/ফিরোজ