ঢাকা     শুক্রবার   ১৭ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৩ ১৪৩১

মানবাধিকারের ক্ষেত্রে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বাইডেন প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ১৬ জানুয়ারি ২০২৫  
মানবাধিকারের ক্ষেত্রে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বাইডেন প্রশাসনের

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মানবাধিকারের ক্ষেত্রে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ দেখিয়েছেন। গাজায় যুদ্ধাপরাধ সত্ত্বেও ইসরায়েলকে ‘বিধিনিষেধ ছাড়াই অস্ত্র সরবরাহ’ করেছেন এবং ইউক্রেনে ‘অনুরূপ লঙ্ঘনের’ জন্য রাশিয়ার নিন্দা করেছেন। হিউম্যান রাইটস ওয়াচ এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত অধিকার গোষ্ঠীর ২০২৫ সালের বিশ্ব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি অবরোধের কারণে গাজার দুর্ভিক্ষ সংকটের মধ্যে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘে তহবিল বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময়ে, বাইডেন প্রশাসন ইসরায়েলকে নজিরবিহীনভাবে  ১৭ দশমিক ৯ বিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা প্রদান করেছে এবং শতাধিক অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।

প্রতিবেদনটিতে ‘উপেক্ষিত বাস্তবতা’ তুলে ধরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উদার গণতান্ত্রিক দেশটি বিদেশে ‘মানবাধিকারের সর্বদা নির্ভরযোগ্য চ্যাম্পিয়ন ছিল না।’

প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে, ২০ জানুয়ারিতে দায়িত্ব গ্রহণকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ‘আরো বেশি মানবাধিকারের ক্ষতি করবেন’, যা ‘বিশ্বব্যাপী উদারপন্থী নেতাদেরও একই পদক্ষেপ অনুসরণ করতে উৎসাহিত করবে।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়