ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ১৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৪৮, ১৭ জানুয়ারি ২০২৫
ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তার স্ত্রী বুশরা বিবিকে দেওয়া হয়েছে সাত বছরের কারাদণ্ড। শুক্রবার ‘আল-কাদির বিশ্ববিদ্যালয় প্রকল্প ট্রাস্ট’-দুর্নীতি মামলায় দেশটির একটি আদালত এই কারাদণ্ড দিয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, অবৈধ সুবিধা দেওয়ার বিনিময়ে ইমরান ও বুশরা বাহরিয়া টাউন লিমিটেডের কাছ থেকে কোটি কোটি রুপি নিয়েছিলেন এবং ৫০ বিলিয়ন রুপি বৈধ করতে শত শত একর জমি কিনেছিলেন।

বিচারক নাসির জাভেদ রানা আদিয়ালা কারাগারের একটি অস্থায়ী আদালত কক্ষে রায় ঘোষণা করেন। আদালত ইমরান ও বুশরাকে যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ রুপি জরিমানাও করেছে। 

আদালত জানিয়েছে, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে ইমরানকে অতিরিক্ত ছয় মাস এবং বুশরাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হবে।

বিচারক নাসির বলেছেন, “উভয় আসামিই আদালতে উপস্থিত আছেন, এই মামলায় তাদের হেফাজতে নেওয়া হবে এবং দণ্ডিতদের সাজা ভোগ করার জন্য কমিটাল ওয়ারেন্ট সহ জেল সুপারিনটেনডেন্টের কাছে হস্তান্তর করা হবে।”

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা রয়েছে। অবশ্য ইমরান দাবি করেছেন, তার বিরুদ্ধে দায়ের করা এসব মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে ক্ষমতায় ফিরে আসা থেকে বিরত রাখার জন্যই এসব মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়