ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

ভারতে অস্ত্র কারাখানায় বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ২৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৫০, ২৪ জানুয়ারি ২০২৫
ভারতে অস্ত্র কারাখানায় বিস্ফোরণে নিহত ৮

ভারতের মহারাষ্ট্রে অস্ত্র কারখানা ও সংলগ্ন এলাকায় বিস্ফোরণে অন্তত আট জন নিহত হয়েছে। স্তানীয় সময় শুক্রবার বেলা ১১টা নাগাদ মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

বার্তা সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার কিছুক্ষণ পরেই নাগপুরের কাছে জওহর নগরের অস্ত্র কারখানায় বিস্ফোরণ হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চার দিক। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ভান্ডারার জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানান, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল এলাকায় পৌঁছে। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ করছেন তারা। বিস্ফোরণের আঘাতে ধসে পড়েছে কারখানার একটি ছাদ। এর নিচে চাপা পড়ে গিয়েছিল অন্তত ১৪ জন কর্মী। প্রথমে দুজনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে এক জন মৃত ছিল। দীর্ঘক্ষণের চেষ্টায় আরো সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সময় কারখানার ভিতরে অন্তত ১৪ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে আটজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। অন্যদের জীবিত উদ্ধার করা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়