ঢাকা     শুক্রবার   ১৪ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৯ ১৪৩১

সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম: যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ২৬ জানুয়ারি ২০২৫  
সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম: যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ বলেছেন, সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম। রবিবার এনডিটিভির ‘মহাকুম্ভ সংলাপে’ তিনি এ মন্তব্য করেছেন। 

যোগী আদিত্য নাথ বলেন, ‘সনাতন ধর্ম মানবতার ধর্ম। এর অনুসারীদের উপাসনার পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু ধর্ম এক এবং সেটি সনাতন ধর্ম। মহাকুম্ভ সনাতন ধর্মের প্রতিনিধিত্ব করে।’

মহাকুম্ভকে ‘মহাপর্ব’ আখ্যা দিয়ে বিজেপির এই নেতা বলেন, “১৪ জানুয়ারি মকর সংক্রান্তিতে প্রায় ছয় কোটি ভক্ত সঙ্গমে স্নান করেছেন। এই মহাপর্ব ঐক্যের বার্তা দিয়েছে। এখানে কোনো বিভেদ নেই। যারা সনাতন ধর্মের সমালোচনা করতেন, তাদের বলি, নিজ চোখে দেখুন, সনাতনের বশ্যতা স্বীকার করুন।’

‘সঙ্গম’ হলো গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল, যা প্রয়াগরাজের পবিত্রতম স্থানগুলোর মধ্যে একটি।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়