ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপন
কলকাতা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

ফাইল ছবি
যথাযথ মর্যাদায় ভারতে উদযাপিত হলো প্রজাতন্ত্র দিবস। রবিবার (২৬ জানুয়ারি) দেশটির ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেজেছে নয়াদিল্লির রাজপথ থেকে কলকাতার রেড রোড। রয়েছে দেশজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা। এদিন সেনাবাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতি ছাড়াও কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, দেশটির তিন বাহিনীর (স্থল বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী) প্রধান এবং দিল্লিতে নিযুক্ত বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তারা। এ বছর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো।
এদিন সকাল ১০টার দিকে দিল্লিতে জাতীয় স্মৃতিসৌধে (ওয়ার মেমোরিয়াল) শহীদ ভারতীয় সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী, সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধানরা। এরপর সেখান থেকে দিল্লির কর্তব্য পথে (দিল্লির রাজপথের নাম পরিবর্তন করে কর্তব্য পথ রাখা হয়) আসেন প্রধানমন্ত্রী। কিছু পরেই সেখানে পৌঁছান উপ-রাষ্ট্রপতি। এরপর প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে সেখানে এসে পৌঁছান রাষ্ট্রপতি। দেশটির জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হয়।
এরপর কামান দিয়ে ২১টি গান স্যালুট ও জাতীয় সংগীত বেজে ওঠে। প্রজাতন্ত্র দিবসের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর জওয়ানদের শারীরিক কসরত। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন মন্ত্রণালয়ের তরফ থেকে সুসজ্জিত ট্যাবলো প্রদর্শিত হয়। এর পাশাপাশি ভারতীয় স্থল-সেনাবাহিনীর ব্রাহ্মস মিসাইল, পিনাকা রকেট সিস্টেম, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, টি-৯০ ভীষ্ম ট্যাংক, দ্য নাগ মিসাইল সিস্টেম; ভারতীয় বিমানবাহিনীর সি-১৩০জে সুপার হারকিউলিস, সি-১৭ গ্লোবমাস্টার, সুখোই-৩০ যুদ্ধবিমান এবং ভারতীয় নৌবাহিনীর তিনটি ডর্নিয়ার এয়ারক্রাফট প্রদর্শিত হয়।
ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যকার মজবুত দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে এদিনের কুচকাওয়াজে অংশ নেয় ইন্দোনেশিয়া থেকে আগত দেশটির সেনাবাহিনীর ‘মার্চপাস্ট এবং ব্যান্ড’ বিভাগের একটি প্রতিনিধিদল।
প্রায় এক ঘণ্টার এই অনুষ্ঠানে দেশটির জাতীয় সংগীতের মধ্যে দিয়ে স্থানীয় সময় সাড়ে ১২টা নাগাদ অনুষ্ঠানের সমাপনী হয়। শেষে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আগত সকল অতিথিদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদি।
প্রজাতন্ত্র দিবসের সময় যে কোনো নাশকতা ও হামলার আশঙ্কায় দিল্লিসহ আশপাশের ছয় স্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। দিল্লিজুড়ে মোতায়েন করা হয়েছিল ৭০ কোম্পানি আধা-সামরিক বাহিনী এবং ৭০ হাজার নিরাপত্তা রক্ষী। দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, মিজোরাম, গুজরাট, বিহার, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানাসহ প্রতিটি রাজ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়।
এদিকে, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যরা। রেড রোডের এই অনুষ্ঠানে সকলের নজর কাড়ে ভারতীয় সেনাবাহিনীর রবোটিক কুকুর ‘সঞ্জয়’। যার পোশাকি নাম ‘এমইউএলই’ বা ‘মাল্টি ইউটিলিটি লেগ ইকুইপমেন্ট’; যেটি সব আবহাওয়ায় গাছে চড়া, পাহাড়ে ওঠাসহ সব কাজ করতে পারে।
ঢাকা/সুচরিতা/এনএইচ