ঢাকা     সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৪ ১৪৩১

ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভিসা বাতিল করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ২৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:৪৬, ২৯ জানুয়ারি ২০২৫
ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভিসা বাতিল করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইহুদি-বিদ্বেষ মোকাবেলায় একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। এছাড়া ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়া বিদেশি কলেজ ছাত্র এবং অন্যান্য ‘আবাসিক বিদেশিদের’ বহিষ্কারের প্রতিশ্রুতি দেবেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে বুধবার আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

আদেশের একটি তথ্যপত্রে বলা হয়েছে,  ট্রাম্প বিচার বিভাগকে ‘আমেরিকান ইহুদিদের ওপর সন্ত্রাসী হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সহিংসতার বিরুদ্ধে আক্রমণাত্মকভাবে বিচার করার’ নির্দেশ দেবেন।

ট্রাম্প তথ্যপত্রে বলেছেন, “জিহাদিপন্থী বিক্ষোভে যোগদানকারী সব আবাসিক বিদেশিদের সতর্ক করছি: ২০২৫ সালে আমরা আপনাকে খুঁজে বের করব এবং আপনাকে নির্বাসিত করব। আমি কলেজ ক্যাম্পাসে হামাসের প্রতি সহানুভূতিশীল সব ছাত্রের ভিসা দ্রুত বাতিল করব...।”

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে গত বছর মার্কিন ক্যাম্পাসগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়। ওই বছরের মে মাসে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, মার্কিন ক্যাম্পাসের ৯৭ শতাংশ বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল।

বিক্ষোভকারীদের অনেকেই জানিয়েছেন, ইসরায়েলি কর্মকাণ্ডের বৈধ সমালোচনাকে ইহুদি-বিদ্বেষের সাথে মিশিয়ে ফেলা একটি পরিচিত কৌশল, যা ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলা লোকদের নীরব করার জন্য তৈরি করা হয়েছে।
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়