৮ জিম্মিকে মুক্তি দেবে হামাস
![৮ জিম্মিকে মুক্তি দেবে হামাস ৮ জিম্মিকে মুক্তি দেবে হামাস](https://cdn.risingbd.com/media/imgAll/2025January/88-2501291640.jpg)
গাজা থেকে আরো আটজন জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার এই আটজনকে মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে তিনজন ইসরায়েলি এবং পাঁচজন থাইল্যান্ডের নাগরিক।
বুধবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিন ইসরায়েলি হলেন আরবেল ইয়েহুদ, আগাম বার্গার এবং গাদি মোজেস। গাজায় আটক পাঁচ থাই নাগরিককেও মুক্তি দেওয়া হবে।
তিন দেশের মধ্যস্থতায় চলতি মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ৪২ দিনের পর্ব অনুসারে, ইসরায়েলি কারাগারে বন্দি এক হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের।
ঢাকা/শাহেদ