ঢাকা     শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৮ ১৪৩১

শেষ পর্যন্ত ১১০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ৩০ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:৫৭, ৩০ জানুয়ারি ২০২৫
শেষ পর্যন্ত ১১০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল

নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরে ১১০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বৃহস্পতিবার গাজায় হামাস তিনজন ইসরায়েলি এবং পাঁচজন থাই জিম্মিকে মুক্তি দেয়। এর কিছুক্ষণ পরেই ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বন্দিদের মুক্তির সময় পিছিয়ে দেয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি জিম্মিদের যেভাবে উন্মুক্ত স্থানে মুক্তি দেওয়া হয়েছে তা জিম্মিদের জীবনের জন্য হুমকি হতে পারে। পরবর্তীতে জিম্মিদের মুক্তির সময় নিরাপত্তার ব্যবস্থা জোরদারের প্রতিশ্রুতি হামাস দিলে এরপরেই ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে। অবশ্য দুই ঘণ্টা পরে নেতানিয়াহুর দপ্তর জানায়, হামাস জিম্মিদের মুক্তির সময় নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসগুলো পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে।

প্রসঙ্গত, তিন দেশের মধ্যস্থতায় চলতি মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ৪২ দিনের পর্ব অনুসারে, ইসরায়েলি কারাগারে বন্দি এক হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়