ঢাকা     বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ১৪ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ৩১ জানুয়ারি ২০২৫  
যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার (ব্ল্যাক বক্স) উদ্ধার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এবং এবিসি নিউজ এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের ওই যাত্রীবাহী বিমানের রেকর্ডিং যন্ত্রগুলো (ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার) উদ্ধার হয়েছে, যা সাধারণত ব্ল্যাক বক্স নামে পরিচিত। যুক্তরাষ্ট্র সরকারের স্বাধীন তদন্ত সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এখন ব্ল্যাক বক্সের তথ্যগুলো বিশ্লেষণ করবে।

এর আগে, গত বুধবার রাতে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। বিমানে ৬৪ জন ও হেলিকপ্টারে ৩ জন আরোহী ছিলেন। ধারণা করা হচ্ছে, তাদের কেউ বেঁচে নেই। ইতিমধ্যে বেশ কিছু মরদেহ উদ্ধার হয়েছে।

ঢাকা/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়