বিমান বিধ্বস্তের ঘটনায় দোষারোপের রাজনীতি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদের প্রথম জাতীয় ট্র্যাজেডিতে দোষারোপের রাজনীতি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের জন্য তিনি ডেমোক্রেট ও ফেডারেল সরকারের বৈচিত্র্যপূর্ণ উদ্যোগকে দোষারোপ করেছেন।
বুধবার রাতে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। উড়োজাহাজ ও হেলিকপ্টারটি পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। বিমানে ৬৪ জন ও হেলিকপ্টারে ৩ জন আরোহী ছিলেন। ধারণা করা হচ্ছে, তাদের কেউ বেঁচে নেই। ইতিমধ্যে বেশ কিছু মরদেহ উদ্ধার হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় সরকারের তদন্তটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। কিন্তু এর মধ্যেই ট্রাম্প বিরূপ মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প দাবি করেন, তার পূর্ববর্তী সরকারের বৈচিত্র্যপূর্ণ উদ্যোগের ফলে বিমান চলাচলের মান শিথিল হয়ে পড়েছিল। এই বিষয়টি দুর্ঘটনার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
বিষয়টি কিভাবে নিশ্চিত হয়েছেন জানতে চাইটে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমার সাধারণ জ্ঞান আছে, ঠিক আছে? দুর্ভাগ্যবশত, অনেক মানুষের তা নেই।”
ঢাকা/শাহেদ