ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

ইসরায়েলের ‘ভালো বন্ধুর’ কাছে গেলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২১:৩৭, ২ ফেব্রুয়ারি ২০২৫
ইসরায়েলের ‘ভালো বন্ধুর’ কাছে গেলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার পর তিনিই হবেন প্রথম বিদেশী নেতা যিনি তার সঙ্গে দেখা করবেন।

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে এবং লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলাকালীন তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে। 

বিমানে ওঠার আগে নেতানিয়াহু বলেন, তারা ‘হামাসের বিরুদ্ধে বিজয়, আমাদের সব জিম্মির মুক্তি এবং ইরানি সন্ত্রাসী অক্ষ মোকাবেলা’ নিয়ে আলোচনা করবেন।

প্রথম মেয়াদে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, “হোয়াইট হাউসে ইসরায়েলের এর চেয়ে ভালো বন্ধু আর কখনো ছিল না।” দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পরপরই ট্রাম্প ইসরায়েলে দুই হাজার পাউন্ড ওজনের বোমার চালানের অনুমোদন দেন। বাইডেন প্রশাসন এই চালান আটকে দিয়েছিল।

ইসরায়েল ছাড়ার আগে নেতানিয়াহু জানিয়েছেন, তিনিই হবেন ট্রাম্পের শপথ গ্রহণের পর প্রথম বিদেশী নেতা যিনি তার সাথে দেখা করবেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, “আমি মনে করি এটি ইসরায়েলি-আমেরিকান জোটের শক্তির প্রমাণ।”

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়