ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

আগের দিন শেষ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২২:১৯, ২ ফেব্রুয়ারি ২০২৫
আগের দিন শেষ: ট্রাম্প

কানাডা, মেক্সিকো ও চীনের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই দেশগুলো দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছে। আগের দিন শেষ।

রবিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে এ মন্তব্য করেছেন।

ট্রাম্প বলেছেন, কানাডা, মেক্সিকো ও চীনসহ বেশ কয়েকটি দেশ “বাণিজ্য, অপরাধ এবং বিষাক্ত মাদকের ক্ষেত্রে আমেরিকার সঙ্গে  দশকের পর দশক ধরে প্রতারণা চালিয়ে যাচ্ছে, যাতে আমেরিকায় এগুলো অবাধে প্রবেশ করতে পারে।”

তিনি বলেন, “আগের সেসব দিন শেষ।”

ট্রাম্প জানান, আমদানিকৃত পণ্যগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি করা উচিত এবং ‘অন্যান্য দেশগুলোকে ভর্তুকি দিয়ে ট্রিলিয়ন ডলার’ হারানো উচিত নয় যুক্তরাষ্ট্রের।

মার্কিনিদের উদ্দেশে তিনি বলেন, “কিছু কষ্ট হবে? হ্যাঁ, হয়তো, আর নাও হতে পারে! এর সবকিছুই মূল্যের যোগ্য হবে, যা দিতে হবে।”

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়