ঢাকা     রোববার   ১৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ৩ ১৪৩১

লিবিয়ায় গণকবরের সন্ধান, ৫০ অভিবাসীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ১০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১১:২২, ১০ ফেব্রুয়ারি ২০২৫
লিবিয়ায় গণকবরের সন্ধান, ৫০ অভিবাসীর মরদেহ উদ্ধার

লিবিয়ার দক্ষিণ-পূর্ব মরুভূমিতে দুটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে অর্ধশত অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর আফ্রিকার দেশ হয়ে যারা ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন এই লাশগুলো তাদের।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার কুফরা শহরের একটি খামারে গণকবর থেকে ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশের দেহাবশেষ ময়নাতদন্ত করা হচ্ছে।

কুফরার নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ আল-ফাদিল বলেন, “ শহরের একটি বন্দিশিবিরে অভিযান চালালে সেখানে আরো একটি গণকবর পাওয়া যায়। এই কবর থেকে অন্তত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।”

লিবিয়ায় অভিবাসন ও শরণার্থী প্রত্যাশীদের সহায়তা করে  দাতব্য প্রতিষ্ঠান আল-আবরিন। প্রতিষ্ঠানটি বলেছে, গণকবরে যাদের মরদেহ পাওয়া গেছে, তাদের কাউকে কাউকে মাটিচাপা দেওয়ার আগে গুলি করা হয়েছিল। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্যমতে, এই গণকবরে প্রায় ৭০ ব্যক্তিকে মাটিচাপা দেওয়া হয়েছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, গণকবরটিতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়