ঢাকা     মঙ্গলবার   ২৫ মার্চ ২০২৫ ||  চৈত্র ১২ ১৪৩১

শ্রীলঙ্কায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল ৬ হাতি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ২০ ফেব্রুয়ারি ২০২৫  
শ্রীলঙ্কায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল ৬ হাতি

শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে বন্যপ্রাণী সংরক্ষণ এলাকার কাছে একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ছয়টি হাতি প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী কলম্বোর পূর্বে হাবারানায় এই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

হাতির পালের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনটি লাইনচ্যুত হলেও যাত্রীদের মধ্যে কেউ আহত হননি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তবে আহত দুটি হাতিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ বন্যপ্রাণী দুর্ঘটনা।

শ্রীলঙ্কায় হাতির পালের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগা অস্বাভাবিক নয়। দেশটিতে মানুষ-হাতির সংঘর্ষে উভয় পক্ষের হতাহতের সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। গত বছর, এই ধরনের সংঘর্ষে ১৭০ জনেরও বেশি মানুষ এবং প্রায় ৫০০ হাতি মারা গেছে।

আরো পড়ুন:

বন উজাড় ও প্রাকৃতিক সম্পদ সংকটের কারণে হাতিরা দিন দিন জনবসতিতে ঢুকে পড়ছে। 

স্থানীয় গণমাধ্যমের মতে, শুধু ট্রেনের ধাক্কায় প্রতি বছর ২০টি হাতি মারা যায়।

বিশেষজ্ঞরা ট্রেন চালকদের ধীরে চলার পরামর্শ দিয়েছেন এবং রেললাইনে হাতি থাকলে দ্রুত হর্ন বাজানোর আহ্বান জানিয়েছেন।

শ্রীলঙ্কায় আনুমানিক ৭ হাজার বন্য হাতি রয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে হাতি হত্যা একটি অপরাধ, যার শাস্তি কারাদণ্ড বা জরিমানা।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়