ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ৭ মার্চ ২০২৫   আপডেট: ১৯:৩৯, ৭ মার্চ ২০২৫
ইরানের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চান। বৃহস্পতিবার ইরানের নেতার কাছে এ বিষয়ে তিনি একটি চিঠি পাঠিয়েছেন। তিনি আশা করছেন ইরান আলোচনায় রাজি হবেন। শুক্রবার সম্প্রচারিত ফক্স বিজনেস নেটওয়ার্কের সাথে সাক্ষাৎকারে ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমি বলেছিলাম, আমি আশা করি আপনি আলোচনায় বসবেন, কারণ এটি ইরানের জন্য অনেক ভালো হবে।”

আরো পড়ুন:

তিনি আরো বলেন, “আমার মনে হয় তারা ওই চিঠির মর্ম বুঝতে চায়। অন্য বিকল্প হলো আমাদের কিছু একটা করতে হবে, কারণ আপনারা তাদের আরেকটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারেন না।”

চিঠিটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে লেখা বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো অনুরোধের জবাব দেয়নি।

প্রসঙ্গত, ২০১৫ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতির চুক্তি হয়েছিল। তবে ট্রাম্প তার প্রথম মেয়াদ ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়