ঢাকা     রোববার   ১৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ৩ ১৪৩১

‘কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১৫ মার্চ ২০২৫   আপডেট: ১৫:৪২, ১৫ মার্চ ২০২৫
‘কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না’

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। গতকাল (শুক্রবার) দেশটির ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তিনি এ কথা বলেন। খবর স্কাই নিউজের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংযুক্তির হুমকি প্রত্যাখ্যান করে অটোয়ার রিডো হলের বাইরে জনতার উদ্দেশে কার্নি বলেন, “আমরা কখনোই, কোনো আকারে বা আকৃতিতে যুক্তরাষ্ট্রের অংশ হব না। আমরা মৌলিকভাবে ভিন্ন একটি দেশ।”

ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক এই গভর্নর বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে কানাডা সম্মান আশা করে। একইসাথে তিনি আশা করেন, তার সরকার ট্রাম্প প্রশাসনের সাথে ‘একসাথে কাজ করার’ উপায় খুঁজে বের করবে।

আরো পড়ুন:

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডিয়ান ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং আগামী ২ এপ্রিল থেকে সব ধরনের কানাডিয়ান পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

এর প্রতিক্রিয়ায় কানাডার নতুন প্রধানমন্ত্রী বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কানাডাকে কিছুটা সম্মান না দেখানো পর্যন্ত তিনিও গত ৪ মার্চ মার্কিন পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক বজায় রাখবেন।

কানাডার নতুন প্রধানমন্ত্রী ফ্রান্স এবং যুক্তরাজ্য সফরের পরিকল্পনা করছেন। কারণ প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাওয়ায় দেশটি ইউরোপে জোট জোরদার করার চেষ্টা করছে।

এক সপ্তাহেরও কম সময় আগে কার্নি সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, সাবেক সরকারি হাউজ নেতা কারিনা গোল্ড ও সাবেক সংসদ সদস্য ফ্রাঙ্ক বেলিসকে ৮৫ দশমিক ৯ শতাংশ ভোটে পরাজিত করে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হোন। এর আগে কোনো নির্বাচনে জেতার অভিজ্ঞতা নেই তার এবং হাউজ অফ কমন্সে তার কোনো আসন নেই, যা একজন প্রখানমন্ত্রী হিসেবে তাকে কানাডার ইতিহাসে বিরল করে তুলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনা বাণিজ্য যুদ্ধের মধ্যে কার্নি তার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়