টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রে নিহত ১০

যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাতে মিসৌরিতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মিসৌরির গভর্নর শনিবার আরো তীব্র আবহাওয়ার আশঙ্কাসহ সতর্কবার্তা করেছেন। রাজ্যের জরুরি ব্যবস্থাপনা পরিষেবা একাধিক অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর দিয়েছে।
মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোল এক্স-এ এক বিবৃতিতে বলেছে, “টহল দেওয়া এবং স্থানীয় সংস্থাগুলো দুর্গতদের সহায়তা করার জন্য এবং ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য অক্লান্ত পরিশ্রম করছে।”
সিবিএস নিউজ জানিয়েছে, ধ্বংসাত্মক ঝড় টেক্সাস এবং ওকলাহোমাতেও আঘাত হেনেছে। ঝড়ের প্রভাবে শতাধিক দাবানল সৃষ্টি হয়েছে এবং বেশ কয়েকটি সেমি-ট্রেলার ট্রাক উল্টে গেছে।
ওকলাহোমা ফরেস্ট্রি সার্ভিসের মতে, ৮৪০ রোড ফায়ার নামে পরিচিত এই আগুনের মধ্যে একটি ইতিমধ্যেই ২৭ হাজার ৫০০ একর জমি পুড়িয়ে দিয়েছে। সংস্থাটি প্যানহ্যান্ডেলের জন্য ‘লাল পতাকা’ সতর্কতা জারি করেছে, যা চরম অগ্নিকাণ্ডের ঝুঁকির ইঙ্গিত দেয়।
জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (নোয়া) জানিয়েছে, মিসিসিপি রাজ্য এখন টর্নেডোর সম্ভাব্য আঘাতের জন্য উচ্চ সতর্কতায় রয়েছে।
ঢাকা/শাহেদ