গাজায় ৩৬ ঘণ্টায় নিহত ১৮৩ শিশু

৩৬ ঘণ্টায় ইসরায়েলি হামলা নিহত হয়েছে ১৮৩ ফিলিস্তিনি শিশু। বুধবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, মঙ্গলবার ভোরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ৪৩৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৭৮ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১২৫ জন পুরুষ, ৯৪ জন নারী, ২৪ জন বয়স্ক ব্যক্তি এবং ১৮৩ জন শিশু রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নিহতের মোট সংখ্যা ৪৯ হাজার ৫৪৭ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৫৪৭ জনে পৌঁছেছে।
ঢাকা/শাহেদ