ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোররাতে ইসরায়েলের হামলায় নিহত ৭০ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২০ মার্চ ২০২৫   আপডেট: ১৬:৫৮, ২০ মার্চ ২০২৫
ভোররাতে ইসরায়েলের হামলায় নিহত ৭০ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স।

চিকিৎসকরা জানিয়েছেন, গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়েছে। মন্তব্যের জন্য জিজ্ঞাসা করা হলে, ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা প্রতিবেদনগুলি খতিয়ে দেখছে।

মঙ্গলবার থেকে গাজায় সামরিক বাহিনী পুনরায় বিমান হামলা শুরু করেছে এবং বুধবার থেকে স্থল অভিযান শুরু করেছে, যার ফলে জানুয়ারি থেকে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধবিরতি কার্যকরভাবে বাতিল হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দেগরান রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার পুনরায় শুরু হওয়া বিমান হামলার প্রথম দিনে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়, যা যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিনগুলোর মধ্যে একটি। গত তিন দিনে কমপক্ষে ৫১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।

বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘন্টা ধরে গাজার উত্তর ও দক্ষিণ অংশকে পৃথককারী একটি বাফার জোন সম্প্রসারণের লক্ষ্যে অভিযান চালানো হচ্ছে। ইসরায়েল বাসিন্দাদের উত্তর-দক্ষিণের প্রধান রুট সালাহউদ্দিন সড়ক থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে এবং বলেছে যে তাদের উপকূল ধরে ভ্রমণ করা উচিত।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়