ঢাকা     সোমবার   ২৪ মার্চ ২০২৫ ||  চৈত্র ১১ ১৪৩১

যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ২১ মার্চ ২০২৫   আপডেট: ০৯:০৮, ২১ মার্চ ২০২৫
যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প

মার্কিন শিক্ষা দপ্তর বন্ধ করতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার স্বাক্ষরিত আদেশে শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহনকে শিক্ষা বিভাগ বন্ধের নির্দেশ দিয়েছেন।

এই নির্বাহী আদেশের মাধ্যমে একটি ফেডারেল বিভাগ আনুষ্ঠানিকভাবে বন্ধ করার জন্য কংগ্রেসের অনুমোদন পাওয়ার প্রয়োজনীয়তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন ট্রাম্প।

হোয়াইট হাউসে এক স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, প্রশাসন শেষ পর্যন্ত কংগ্রেসকে সংস্থাটি বন্ধে চাপ দিতে পারে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে এর বাজেট দ্বিগুণেরও বেশি বেড়েছে কিন্তু জাতীয় পরীক্ষার ফলাফল উন্নত হয়নি।

স্কুলগুলোতে পাঠ্যক্রম নির্ধারণে ফেডারেল সরকারের কোনো ভূমিকা নেই, এটি রাজ্য এবং স্থানীয় সরকারগুলোর দায়িত্ব। রাজ্য ও স্থানীয় সরকার স্কুলগুলোকে ৯০ শতাংম তহবিল প্রদান করে। তা সত্ত্বেও, হোয়াইট হাউসে, ট্রাম্প ‘রাজ্যগুলোতে শিক্ষা ফেরত পাঠানোর’ তার নির্বাচনী প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করেছিলেন।

শিক্ষা বিভাগকে লক্ষ্য করে নির্বাহী আদেশটি কয়েক সপ্তাহ ধরে প্রত্যাশিত ছিল। এই আদেশে ম্যাকমাহনকে প্রধান কার্যক্রমগুলো বন্ধ করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প জানিয়েছেন, তিনি আশা করেন ম্যাকমোহনই হবেন শেষ শিক্ষামন্ত্রী।

ট্রাম্প বলেছেন, “আমার প্রশাসন বিভাগটি বন্ধ করার জন্য সব আইনি পদক্ষেপ নেবে। আমরা এটি বন্ধ করে দেব এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি বন্ধ করে দেব। এতে আমাদের কোনো লাভ হচ্ছে না।”

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়