ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ২১ মার্চ ২০২৫   আপডেট: ১১:২১, ২১ মার্চ ২০২৫
অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

মন্ত্রিসভার ভোটের মাধ্যমে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানকে শুক্রবার বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তার ওপর আর বিশ্বাস নেই বলে মন্তব্যের কয়েকদিন পর রোনেন বারকে বরখাস্ত করা হলো।

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, এটি ইসরায়েলে নজিরবিহীন পদক্ষেপ। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকার তার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার প্রধানকে বরখাস্ত করার পক্ষে ভোট দিয়েছে।

নেতানিয়াহু সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “সরকার সর্বসম্মতিক্রমে আইএসএ পরিচালক রোনেন বারের পদের মেয়াদ শেষ করার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে।”

বিবৃতিতে বলা হয়েছে, তার উত্তরসূরী নিযুক্ত হওয়ার পর অথবা সর্বোচ্চ ১০ এপ্রিলের মধ্যে রোনেন তার পদ ছেড়ে দেবেন।

রবিবার নেতানিয়াহু ‘চলমান আস্থার অভাব’ উল্লেখ করে রোনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। ১৯৯৩ সালে রোনেন সংস্থায় যোগদান করেছিলেন।

রোনেন বার অভিযোগ করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী অনেক কিছু এড়াতে চাইছেন। নেতানিয়াহু ৭ অক্টোবর ইসরায়েলের নিরাপত্তা ব্যর্থতার অভ্যন্তরীণ তদন্ত এড়াতে চাইছেন এবং তিনি তার নিজস্ব রাজনৈতিক এজেন্ডাও এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এছাড়া নেতানিয়াহু চেয়েছিলেন, কোনো ধরনের চুক্তিতে পৌঁছানো ছাড়াই তিনি যেন গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা করেন। এ কারণে প্রায় এক মাস আগে সেই আলোচনা থেকে তিনি দূরে সরে এসেছিলেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়