৫ লাখের বেশি অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
পাঁচ লাখের বেশি লাতিন আমেরিকান অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
মার্কিন প্রশাসন ঘোষণা দিয়েছে, তারা কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা পাঁচ লাখ ৩০ হাজারের বেশি অভিবাসীর অস্থায়ী বৈধ মর্যাদা বাতিল করবে।
শনিবার (২২ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব অভিবাসীকে ২৪ এপ্রিলের আগে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা দেশ না ছাড়লে তাদের পারমিট ও বহিষ্কার সুরক্ষা বাতিল করা হবে।
বাইডেন প্রশাসন লাতিন আমেরিকার ওই চার দেশের অধিকাংশ নাগরিককে তথাকথিত সিএইচএনভি প্যারোল কর্মসূচির আওতায় প্রবেশের অনুমতি দিয়ে অস্থায়ী বৈধতা দিয়েছিলো। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ওই কর্মসূচি স্থগিত করেন।
২০২২ সালে প্রথমে ভেনেজুয়েলার নাগরিকদের ওই সুবিধা দিয়ে কর্মসূচি শুরু করেছিলেন জো বাইডেন। পরবর্তীতে অন্য তিন দেশের নাগরিকরা অস্থায়ী বৈধতা পেয়েছিলেন।
ঢাকা/ইভা