কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা চুক্তি করতে চায় রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেছেন, তার দেশ কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়ে একটি নতুন চুক্তি করতে আগ্রহী। ইউক্রেনের সাথে যুদ্ধবিরতির দিকে এটি একটি সম্ভাব্য পদক্ষেপ। তবে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এই প্রস্তাব সম্মান করার নির্দেশ দিলেই চুক্তি করা সম্ভব। মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর পর দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ববর্তী একটি চুক্তি ২০২৩ সালে ভেঙে যায়। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরকে দায়ী করে আসছে।
ল্যাভরভ রুশ টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “আমাদের স্পষ্ট গ্যারান্টির প্রয়োজন হবে। কিয়েভের সাথে চুক্তির দুঃখজনক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে, গ্যারান্টিগুলো কেবল যুক্তরাষ্ট্রকে দিতে হবে যা জেলেনস্কি এবং তার দলকে একটি কাজ করার এবং অন্যটি না করার নির্দেশ হতে পারে।”
তিনি বলেন, “এবং আমার মনে হচ্ছে আমাদের আমেরিকান অংশীদাররা এই সংকেত পেয়েছে। তারা বোঝে যে সন্ত্রাসী হামলা বন্ধে, বেসামরিক অবকাঠামো, সামরিক শিল্প কমপ্লেক্সের সাথে সম্পর্কিত নয় এমন জ্বালানি অবকাঠামোতে গোলাবর্ষণ বন্ধে কেবল ওয়াশিংটনই ইতিবাচক ফলাফল অর্জন করতে পারে।”
রয়টার্স জানিয়েছে, ল্যাভরভের মন্তব্য ইঙ্গিত দেয় যে রাশিয়া সামুদ্রিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে জেলেনস্কির উপর মার্কিন চাপ আরো জোরদারের দাবি করবে।
ঢাকা/শাহেদ