ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

হামাসের মুখপাত্র আবদেল-লতিফকে হত্যা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ২৭ মার্চ ২০২৫   আপডেট: ১২:৩৬, ২৭ মার্চ ২০২৫
হামাসের মুখপাত্র আবদেল-লতিফকে হত্যা করেছে ইসরায়েল

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে হামাস-পরিচালিত আল-আকসা টেলিভিশন জানিয়েছে, জাবালিয়ায় আল-কানৌয়ার তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি নিহত হন। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

অন্যদিকে গাজা সিটিতে পৃথক হামলায় কমপক্ষে ছয়জন এবং দক্ষিণ গাজার খান ইউনিসে একজন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

আরো পড়ুন:

এই সপ্তাহের শুরুতে ইসরায়েল হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইসমাইল বারহুম এবং আরেক জ্যেষ্ঠ নেতা সালাহ আল-বারহুমকে হত্যা করে। বারহুম এবং আল-বারহুম উভয়ই হামাসের সিদ্ধান্ত গ্রহণকারী ২০ সদস্যের শীর্ষ সংস্থা- রাজনৈতিক ব্যুরোর সদস্য ছিলেন।

হামাস সূত্র অনুসারে, ২০২৩ সালের শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজনৈতিক ব্যুরোর ১১ জন নিহত হয়েছেন।

টানা ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। এ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত মঙ্গলবার থেকে গাজায় পুনরায় বিমান হামলা ও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল।  এই হামলায় এখন পর্যন্ত ৭ শতাধিক ফিলিস্তিনি নতুন করে নিহত হয়েছেন আর সর্বমোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার।

ঢাকা/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়