ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

এআই পরিচালিত আত্মঘাতী ড্রোন পরীক্ষা করে দেখলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ২৭ মার্চ ২০২৫   আপডেট: ১৬:৩৬, ২৭ মার্চ ২০২৫
এআই পরিচালিত আত্মঘাতী ড্রোন পরীক্ষা করে দেখলেন কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংবলিত নতুন আত্মঘাতী ড্রোনের পরীক্ষা তদারকি করেছেন বলে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। খবর রয়টার্সের।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, কিম নতুন আপগ্রেডেড রিকনেসান্স ড্রোন পরিদর্শন করেছেন, যা স্থল ও সমুদ্রে বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তু এবং শত্রুর কার্যকলাপ শনাক্ত করতে সক্ষম।

উত্তর কোরিয়ার নেতা বলেছেন, “সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের ক্ষেত্রে মনুষ্যবিহীন সরঞ্জাম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত এবং বিকশিত করা উচিত।”

আরো পড়ুন:

পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে একটি পূর্ব-সতর্কীকরণ প্রতিরক্ষা বিমানও উন্মোচন করেছে, যা দেশটির পুরানো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পারে।

বাণিজ্যিক স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে সামরিক বিশ্লেষকরা আগেই বলেছিলেন যে, উত্তর কোরিয়া রাশিয়ার তৈরি নির্দিষ্ট মডেলের কার্গো বিমানকে পূর্ব-সতর্কীকরণের ভূমিকায় রূপান্তর করছে।

লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ গত বছরের সেপ্টেম্বরে এক প্রতিবেদনে জানায়, “এ ধরনের বিমান উত্তর কোরিয়ার বিদ্যমান স্থল-ভিত্তিক রাডার সিস্টেমগুলোকে উন্নত করতে সাহায্য করবে। তবে প্রতিরক্ষার জন্য একটি বিমান যথেষ্ট হবে না। সুতরাং উত্তর কোরিয়া এ ধরনের আরো বিমান নির্মাণে সক্ষম হওয়ার জন্য চেষ্টা চালাতে পারে।”

এদিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, বিমানটির পরিচালনা ক্ষমতা এখনও স্পষ্ট নয়। তবে এর চেহারা ইঙ্গিত দেয় যে, এটি বড় ও ভারী এবং সম্ভবত প্রতিরক্ষার কাজে সংবেদনশীল।

ইউক্রেন যুদ্ধে মস্কোকে সমর্থন জানিয়ে সেনা এবং অস্ত্র পাঠানোর বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে সামরিক প্রযুক্তি পাচ্ছে বলে দীর্ঘদিন থেকেই অভিযোগ করে আসছে দক্ষিণ কোরিয়া।

কেসিএনএ জানিয়েছে, কিম আত্মঘাতী ড্রোন, পূর্ব সতর্কীকরণ প্রতিরক্ষা বিমান ছাড়াও ইলেকট্রনিক জ্যামিং ও আক্রমণ ব্যবস্থার জন্য নতুন উন্নত সরঞ্জাম পরিদর্শন করেছেন। নতুন এসব অস্ত্র নিয়ে কিম অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়