ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

ইউক্রেনকে জাতিসংঘের নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ২৮ মার্চ ২০২৫   আপডেট: ২২:০৭, ২৮ মার্চ ২০২৫
ইউক্রেনকে জাতিসংঘের নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনকে সাময়িকভাবে জাতিসংঘের নিয়ন্ত্রণে রাখা উচিত যাতে দেশটি আরো ‘যোগ্য’ সরকার নির্বাচন করতে পারে। এটি কিয়েভ সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করার জন্য পুতিনের সর্বশেষ প্রচেষ্টা। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন পুতিনের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তিনি শান্তি চুক্তির দিকে আরো অগ্রসর হওয়া বিলম্বিত করার জন্য ‘উন্মাদীয়’ ধারণা প্রস্তাব করছেন। আর এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে করা হয়েছে।

তবে হোয়াইট হাউস জোর দিয়ে বলেছে, ইউক্রেনের শাসনব্যবস্থা তার সংবিধান এবং জনগণ দিয়ে নির্ধারিত হবে।

ইউক্রেনের সাথে পূর্ণ মাত্রার যুদ্ধের চতুর্থ বছরে পা দেওয়া যুক্তরাষ্ট্র যখন যুদ্ধবিরতির মধ্যস্থতা করতে চাইছে, তখন পুতিন ইউক্রেনের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার কথা বললেন।

রাশিয়ার সুদূর উত্তরাঞ্চলীয় শহর মুরমানস্কে একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের ক্রুদের সাথে আলোচনার সময় পুতিন বলেন, জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় একটি অস্থায়ী প্রশাসন ইউক্রেনে নির্যক্ত করা যেতে পারে। এটি নিয়ে ‘মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলোর সাথে এবং অবশ্যই আমাদের অংশীদার ও বন্ধুদের সাথে’ আলোচনা করা যেতে পারে।

তিনি বলেন, “এটি হবে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের জন্য, জনগণের আস্থাভাজন একটি সক্ষম সরকারকে ক্ষমতায় আনার জন্য এবং তারপর একটি শান্তি চুক্তির উপর আলোচনা শুরু করার ও বৈধ নথি স্বাক্ষর করার জন্য।”

মস্কো বলেছে, বর্তমান ইউক্রেনীয় কর্তৃপক্ষ অবৈধ। কারণ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার মেয়াদের শেষের পরেও ক্ষমতায় রয়েছেন। তাই তিনি কোনো বৈধ আলোচনার অংশীদার নন।
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়