বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

লেবাননের দক্ষিণ বৈরুতে শুক্রবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির পর বৈরুতে এটিই প্রথম বিমান হামলা। শুক্রবার এএফপি এ তথ্য জানিয়েছে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা বলেছে, “ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বৈরুতের দক্ষিণ শহরতলির হাদাথ পাড়ায় আঘাত হানে।” ওই এলাকাটিতে আবাসিক ভবন এবং স্কুলগুলো রয়েছে।
বৈরুতের দক্ষিণ শহরতলিতে একটি ভবনে হামলার জন্য ইসরায়েলি সতর্কবার্তার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকরা দ্রুত বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো থেকে তাদের সন্তানদের নিতে ছুটে আসেন। এই এলাকায় হিজবুল্লাহর শক্তিশালী সমর্থন রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
এএফপি জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে হিজবুল্লাহর সাথে দুই মাসের যুদ্ধের সময় ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণে এই এলাকার অনেক বাসিন্দা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। নতুন করে হামলার পর এই এলাকায় আবারো আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঢাকা/শাহেদ