ঢাকা     বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২১ ১৪৩১

থাইল্যান্ডে ভূমিকম্প: কুকুর ও রোবট দিয়ে খোঁজা হচ্ছে জীবিতদের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ৩০ মার্চ ২০২৫   আপডেট: ১৪:৪৯, ৩০ মার্চ ২০২৫
থাইল্যান্ডে ভূমিকম্প: কুকুর ও রোবট দিয়ে খোঁজা হচ্ছে জীবিতদের

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুক্রবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭-তে পৌঁছেছে। এখনো পর্যন্ত নিখোঁজ আছেন ৮৩ জন। রবিবার দেশটির উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার ভূমিকম্পে ব্যাংককে একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে যায়। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা তিন বলে জানানো হয়েছিল।

রবিবার বিবিসি জানিয়েছে, ব্যাংককের নির্মাণস্থলে জীবিতদের অনুসন্ধান তৃতীয় দিনে প্রবেশ করার সাথে সাথে, অগ্রগতির লক্ষণ খুব কমই দেখা যাচ্ছে। ধসে পড়া টাওয়ারের কাছে ধ্বংসাবশেষের একটি বিশাল স্তূপ দেখা গেছে। খননকারীরা রাতারাতি কত ধ্বংসাবশেষ খনন করেছে এটি তার পরিমাপ।

রবিবার সকালে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে একজনের জীবনের চিহ্ন খুঁজে পেয়েছেন, যা স্ক্যানার এবং স্নিফার কুকুর দ্বারা নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকারীদের পথ খুঁজে বের করার জন্য একটি রোবট মোতায়েন করা হয়েছে।

থাই কর্তৃপক্ষ শনিবার জানিয়েছিল, তারা কমপক্ষে ১৫ জন জীবিত ব্যক্তিকে শনাক্ত করেছে। তবে বেলা গড়ানোর সাথে সাথে তারা দেখতে পেয়েছে যে, কিছু লোক সাড়া দিচ্ছে না।

পরে কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা মোট ৩০ জনকে শনাক্ত করেছে। তবে তাদের মধ্যে কতজন জীবিত বা মৃত তা জানা যায়নি।

কর্মকর্তারা নিখোঁজ শ্রমিকদের প্রত্যেককে খুঁজে না পাওয়া পর্যন্ত অনুসন্ধান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার রাত পর্যন্ত, ব্যাংককজুড়ে এখনো প্রায় ৮৩ জন নিখোঁজ রয়েছেন। এদের বেশিরভাগই নির্মাণস্থলে কাজ করা নির্মাণ শ্রমিক।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়