সব দেশে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

সব দেশে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।
ধারণা করা হচ্ছিল, বড় অর্থনীতির যে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ভারসাম্য নেই, কেবল সেসব দেশের পণ্যের ওপর ট্রাম্প কর আরোপ করবেন। তবে রবিবার ট্রাম্পের ঘোষণা, সেই ধারণাকে ভুল বলে প্রমাণ করলো।
ট্রাম্প জানিয়েছেন, ২ এপ্রিল তার দীর্ঘ প্রত্যাশিত শুল্কের ঘোষণাটি সব দেশের জন্য প্রযোজ্য হবে।
তিনি বলেন, “আমরা সব দেশ দিয়ে শুরু করব। বিশেষ করে আমরা যেসব দেশ নিয়ে কথা বলছি।”
হোয়াইট হাউস অর্থনীতি বিষয়ক উপদেষ্টা কেভিন হাসেট চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিলেন, মার্কিন বাণিজ্য ঘাটতির জন্য দায়ী ১০ থেকে ১৫টি দেশের দিকে নজর দেওয়া হবে।
ফক্স বিজনেসের সাথে সাক্ষাৎকারে হাসেট বলেছিলেন, “এখানে ১০০ টিরও বেশি দেশ রয়েছে যেগুলো সত্যই আমাদের উপর কোনো শুল্ক ধার্য্য করে না এবং কোনো শুল্কের বাধা নেই।”
ঢাকা/শাহেদ