ঢাকা     শনিবার   ০৫ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২২ ১৪৩১

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর যোদ্ধাসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ১ এপ্রিল ২০২৫  
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর যোদ্ধাসহ নিহত ৪

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চারজন নিহত এবং সাতজন আহত হয়েছে। মঙ্গলবার এ হামলা হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

গত বছরের ডিসেম্বরে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে গত সপ্তাহে সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে বৈরুতে হামলা শুরু করে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা হিজবুল্লাহর এক যোদ্ধাকে আক্রমণ করেছে ‘যিনি সম্প্রতি হামাস কর্মীদের নির্দেশ দিয়েছিলেন এবং তাদের সহায়তা করেছিলেন।’

এতে বলা হয়েছে, হাসান বাদের নামের ওই কর্মকর্তা হিজবুল্লাহ ইউনিট এবং ইরানের কুদস ফোর্সের সদস্য ছিলেন। তিনি ‘ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর গুরুত্বপূর্ণ ও আসন্ন সন্ত্রাসী হামলার’ পরিকল্পনায় ফিলিস্তিনি দল হামাসকে সহায়তা করেছিলেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে এক জন  নারী রয়েছেন।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়