ঢাকা     সোমবার   ১৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১ ১৪৩২

করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ২ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:২১, ২ এপ্রিল ২০২৫
করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি করোনাভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন। তিনি বর্তমানে আইসোলেশনে আছেন বলে বুধবার তার চিকিৎসক জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্য প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, ৬৯ বছর বয়সী আসিফ আলী জারদারিকে মঙ্গলবার নওয়াবশাহ থেকে করাচিতে বিমানে করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট ও জ্বরের কারণে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়।

প্রেসিডেন্টের চিকিৎসক ডা. আসিম হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আসিফ আলি জারদারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি বলেছেন, “বেশ কয়েকটি পরীক্ষার পর এটি নিশ্চিত হয়েছে এবং তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে, তার স্বাস্থ্যের উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।”

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আসিফ আলি জারদারি সোমবার ঈদের নামাজ পড়তে নওয়াবশাহে গিয়েছিলেন এবং তার আগে রবিবার তার দলের নেতাদের সাথে বৈঠক করেছিলেন।

আসিফ আলি জারদারি সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন। ২০২২ সালের জুলাই মাসে তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছিল, যদিও সেই সময় তার ‘হালকা লক্ষণ’ ছিল। ২০২৪ সালের অক্টোবরে, বিমান থেকে নামার সময় তার পায়ের হাড় ভেঙে যায় এবং তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। 
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়