ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জনশূন্য দ্বীপেও ট্রাম্পের শুল্ক আরোপ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ৩ এপ্রিল ২০২৫   আপডেট: ১৪:৫৪, ৩ এপ্রিল ২০২৫
জনশূন্য দ্বীপেও ট্রাম্পের শুল্ক আরোপ

দ্বীপপুঞ্জটি অ্যান্টার্কটিকার কাছকাছি অবস্থিত, এটি জনবসতিহীন। এখানে আছে হিমবাহ এবং এটি পেঙ্গুইনদের আবাসস্থল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ থেকে রক্ষা পায়নি এই দ্বীপপুঞ্জটি। জনশূন্য এই দ্বীপপুঞ্জের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার বহির্ভাগে অবস্থিত হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জ পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানগুলোর মধ্যে একটি। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের পার্থ থেকে দুই সপ্তাহের নৌকা ভ্রমণের মাধ্যমে এখানে যাওয়া যায়। এই দ্বীপগুলোতে মানুষের শেষ পা রাখা প্রায় ১০ বছর আগে হয়েছিল বলে মনে করা হয়।

এরপরেও হোয়াইট হাউস প্রকাশিত পাল্টা শুল্কের ‘দেশগুলির’ তালিকায় হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জকে স্থান দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বৃহস্পতিবার বলেছেন, “পৃথিবীর কোথাও নিরাপদ নয়।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়