ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লেবাননে ইসলায়েলি হামলায় পুত্র-কন্যাসহ হামাসের কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ৪ এপ্রিল ২০২৫   আপডেট: ১৪:৫৬, ৪ এপ্রিল ২০২৫
লেবাননে ইসলায়েলি হামলায় পুত্র-কন্যাসহ হামাসের কমান্ডার নিহত

লেবাননে হামাসের কমান্ডারকে তার পুত্র ও কন্যাসহ হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ভোররাতে লেবাননের বন্দরনগরী সিডনের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

নিহত ওই হামাস কমান্ডারের নাম হাসান ফারহাত।

লেবাননের সংবাদমাধ্যম কুদস নিউজ জানিয়েছে, ওই অ্যাপার্টমেন্টে ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন হাসান। শুক্রবার ভোররাতে সেখানে হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হাসান ফারহাত লেবাননে হামাসের পশ্চিম সেক্টরের কমান্ডার ছিলেন।

সেনাবাহিনীর দাবি, ফারহাত ইসরায়েলের বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্রের পিছনে ছিলেন এবং গত বছরের ফেব্রুয়ারিতে উত্তর ইসরায়েলে রকেট হামলার জন্য দায়ী ছিলেন।

এদিকে, শুক্রবার সেন্ট্রাল গাজায় হামলা চালিয়ে ১৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া রাফাহতে হামলা চালিয়ে হত্যা করা হয় এক দম্পতিকে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়