ইসরায়েলের সাথে কোনো সংঘাত চায় না তুরস্ক

সিরিয়ায় ইসরায়েলের সাথে কোনো সংঘাত চায় না তুরস্ক। সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে বারবার ইসরায়েলি হামলার ফলে নতুন সরকারের হুমকি প্রতিরোধের ক্ষমতা হ্রাস পেয়েছে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
ব্রাসেলসে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এক সাক্ষাৎকারে ফিদান জানান, সিরিয়ায় ইসরায়েলের কর্মকাণ্ড ভবিষ্যতে আঞ্চলিক অস্থিতিশীলতার পথ তৈরি করছে। দামেস্কে তুরস্কের ঘনিষ্ঠ মিত্র প্রেসিডেন্ট আহমেদ আল-শারার প্রশাসন যদি ইসরায়েলের সাথে ‘কিছু নির্দিষ্ট সমঝোতা’ করতে চায়, তাহলে সেটা তাদের নিজস্ব ব্যাপার।
দামেস্কে নতুন প্রশাসনের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী কয়েক সপ্তাহ ধরে সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। তুরস্ক ইসরায়েলি হামলাকে সিরিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশ বলে অভিহিত করেছে। অন্যদিকে ইসরায়েল বলেছে, তারা সিরিয়ায় কোনো শত্রু বাহিনীকে থাকতে দেবে না।
ন্যাটো সদস্য তুরস্ক ২০২৩ সাল থেকে গাজায় ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করে আসছে। আঙ্কারা জানিয়েছে, এটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা। তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলায় যোগদানের জন্য আবেদন করেছে এবং সব বাণিজ্য বন্ধ করে দিয়েছে।
ঢাকা/শাহেদ