ইউরোপের শহরগুলোতে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ

ইউরোপীয় শহরগুলোতে শত শত মানুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টা এলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। ট্রাম্পের ব্যাপক বৈশ্বিক শুল্ক ঘোষণার পর শনিবার এ বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
জার্মান শহর ফ্রাঙ্কফুর্টে, মার্কিন ডেমোক্রেটিক পার্টির শাখা ডেমোক্রেটস অ্যাব্রোড আয়োজিত বিক্ষোভ কর্মসূচির নাম ছিল ‘হ্যান্ডস অফ!’
ফ্রাঙ্কফুর্টের ওপারনপ্লাজে জড়ো হয়ে বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেন। তাদের হাতে ‘গণতন্ত্র পুনরুদ্ধার করুন’, ‘আমাদের ব্যক্তিগত তথ্য হস্তান্তর করুন’ এবং ‘তোমার বাজে কথায় বিশ্ব ক্লান্ত ডোনাল্ড, চলে যাও!’ লেখা প্ল্যাকার্ড ছিল।
বার্লিনে মাস্ককে লক্ষ্য লেখা প্ল্যাকার্ডগুলোতে ছিল- ‘চুপ করো এলন, কেউ তোমাকে ভোট দেয়নি’।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রায় ২০০ জন মানুষ জড়ো হয়েছিল, যাদের বেশিরভাগই আমেরিকান। বিক্ষোভকারীরা ‘অত্যাচারীকে প্রতিরোধ করুন’, ‘আইনের শাসন’, ‘ফ্যাসিবাদ নয় স্বাধীনতার জন্য নারীবাদ’ এবং ‘গণতন্ত্র বাঁচান’ লেখা প্ল্যাকার্ড বহন করেছিলেন।
লন্ডন এবং লিসবনসহ ইউরোপের অন্যান্য শহরেও ট্রাম্প ও মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা/শাহেদ