ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ সুদানের নাগরিকদের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১৩:০৬, ৬ এপ্রিল ২০২৫
দক্ষিণ সুদানের নাগরিকদের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র দক্ষিণ সুদানের সব নাগরিকের মার্কিন ভিসা বাতিল করেছে ও নতুন ভিসা প্রদান স্থগিত করেছে। শনিবার (৫ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দিয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া নিউজ।

আরো পড়ুন:

মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, “দক্ষিণ সুদানের অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ে তাদের নির্বাসিত নাগরিকদের ফিরিয়ে নিতে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির একটি মূল দিক হলো, অবৈধ অভিবাসীদের বিতাড়ন করা এবং গণপ্রত্যাবাসনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।

রুবিও বলেন, “যখন কোনো দেশ, যেমন: যুক্তরাষ্ট্র- কাউকে তাদের দেশে ফেরত পাঠাতে চায়, তখন প্রত্যেক দেশকে অবশ্যই তাদের নাগরিকদের যথাসময়ে গ্রহণ করতে হবে।”

তিনি জানান, দক্ষিণ সুদান যদি তাদের অবস্থান পরিবর্তন করে, তাহলে ওয়াশিংটন ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর এটি একটি নির্দিষ্ট দেশের সব পাসপোর্টধারীদের লক্ষ্য করে প্রথম ভিসা নিষেধাজ্ঞা।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়