ঢাকা     সোমবার   ১৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১ ১৪৩২

বিশ্বায়নের যুগ শেষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:০২, ৬ এপ্রিল ২০২৫
বিশ্বায়নের যুগ শেষ

ড্যারেন জোন্স

যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের মুখ্য সচিব ড্যারেন জোন্স বলেছেন, আমরা যে বিশ্বায়নের যুগ জানি, তা শেষ হয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় রবিবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জোন্স এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বিশ্ব অর্থনীতিতে আরো কঠিন পরিস্থিতির জন্য জনগণের প্রস্তুত থাকা উচিত। নতুন শুল্কের ফলে বিশ্বায়ন শেষ হয়ে গেছে।”

‘‘সস্তা ফাস্ট-ফ্যাশন আর সস্তা টিভির’’ যুগ শেষ হয়ে গেছে জানতে চাইলে জোন্স বলেন, “হ্যাঁ, শেষ হয়ে গেছে। বিশ্বায়ন, যা আমরা গত কয়েক দশক ধরে জানি, তার অবসান ঘটেছে।”

জোন্স আরো জানান, ব্রিটিশ সরকার মনে করে চলমান আলোচনার মাধ্যমে ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। 

তিনি বলেন, “আমরা একটি চুক্তি করার আশা করছি। আমাদের কূটনীতির ফলে অন্যান্য দেশের তুলনায় আমাদের ফলাফল ভালো।”

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়