ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৫৮ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ৮ এপ্রিল ২০২৫  
২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৫৮ ফিলিস্তিনি

গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ থামছে না ইসরায়েলের। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ৫৮ ফিলিস্তিনি। মঙ্গলবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। 

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৮ জন ফিলিস্তিনি নিহত এবং ২১৩ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বেশ কয়েকজন হতাহত এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েল ১ হাজার ৪৪৯ জনকে হত্যা করেছে এবং ৩ হাজার ৬৪৭ জনকে আহত করেছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, সর্বশেষ পরিসংখ্যান অনুসারে গাজায় ইসরায়েলের যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫০ হাজার ৮১০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে ১ লাখ ১৫ হাজার ৬৮৮ জন আহত হয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়