ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ আচরণ করেছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ আচরণ করেছে। গাড়িসহ শিল্প পণ্যের উপর শুল্কমুক্তির জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবটি আটলান্টিক মহাদেশের বাণিজ্য ঘাটতি পূরণের জন্য যথেষ্ট নয়।
সোমবার ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইনের ঘোষণা করা গাড়ি এবং অন্যান্য শিল্প পণ্যের জন্য দ্বিপাক্ষিক শুল্ক ছাড়ের প্রস্তাবের প্রতিক্রিয়ায় ট্রাম্পের এই মন্তব্য এসেছে।
ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ভন ডের লেইন বলেন, “আমরা শিল্প পণ্যের উপর শূন্য শুল্ক আরোপের প্রস্তাব করেছি... ইউরোপ সর্বদা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি ভালো চুক্তি করতে প্রস্তুত।”
কিন্তু ট্রাম্পের বাণিজ্য আক্রমণাত্মক আচরণের বিরুদ্ধে ‘আমরা পাল্টা ব্যবস্থা গ্রহণ এবং আমাদের স্বার্থ রক্ষা করতেও প্রস্তুত’ বলে তিনি সতর্কবার্তা দিয়েছেন।
ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, “ইউরোপীয় ইউনিয়ন আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে, তারা আমাদের গাড়ি নেয় না, যেমন জাপান সেই অর্থে, আমাদের কৃষি পণ্য নেয় না। তারা বাস্তবিক অর্থে কিছুই নেয় না।”
ট্রাম্প জানান, ইউরোপীয় দেশগুলো যদি আমেরিকান জ্বালানি কিনতে শুরু করে তবে ইইউর বাণিজ্য ঘাটতি ‘দ্রুত অদৃশ্য হয়ে যাবে।’
ঢাকা/শাহেদ