ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

ডোমিনিকায় নৈশ ক্লাবের ছাদ ধসে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ৮ এপ্রিল ২০২৫   আপডেট: ২১:১৫, ৮ এপ্রিল ২০২৫
ডোমিনিকায় নৈশ ক্লাবের ছাদ ধসে নিহত ২৭

ডোমিনিকা প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি  নৈশ ক্লাবের ছাদ ধসে প্রাদেশিক গভর্নরসহ কমপক্ষে ২৭ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

ডোমিনিকা প্রজাতন্ত্রের জরুরি অপারেশন সেন্টারের প্রধান জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া লোকজনকে উদ্ধারের জন্য উদ্ধারকারী দল কাজ করছে।

উপকূলের কাছে অবস্থিত জেট সেট নৈশ ক্লাবের ভিতরে কতজন লোক ছিল তা এখনো জানা যায়নি।

প্রেসিডেন্ট লুইস আবিনাদার জানিয়েছেন, নিহতদের মধ্যে উত্তর মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজও রয়েছেন।

তিনি এক্স-এ লিখেছেন, “আমরা এই মর্মান্তিক ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত। আমাদের প্রার্থনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে রয়েছে।”

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়